আহত বিকাশ চন্দ্র দাশ (৩০) সিলেট নগরীর যতরপুর নবপুষ্প এলাকার বিনাথ বিহারীর ছেলে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে সুরমা মার্কেট পয়েন্টে কর্তব্যরত পুলিশ একটি মোটরসাইকেল থামার সংকেত দেয়।
এ সময় মোটরসাইকেল আরোহী নেপাউল রহমান ও বিকাশ বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যাদের পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাওয়া করছিল।
ওসি বলেন, “সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা দেখে কর্তব্যরত পুলিশ তাদেরকে ছিনতাইকারী বলে সন্দেহ করে।
পরে ধাওয়া করে তালতলায় যাওয়ার পর এক পুলিশ কনস্টেবল শটগানের গুলি করে।
“গুলিতে মোটরসাইকেলের পেছনে থাকা বিকাশ সামান্য আহত হন। গুলির স্প্লিন্টার বিকাশের গালে ও হাতে লেগেছে।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক নেপাউল ইসলামকে আটক করা হয়েছে




Discussion about this post