আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার চলমান অচলাবস্থা নিরসনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপোশের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটরা।
আমেরিকার ইতিহাসে চার সপ্তাহেরও বেশি সময় ধরে এই আংশিক শাটডাউন চলছে যা দেশটির ইতহাসে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা। এরফলে প্রায় আট লাখ ফেডারেল কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন; তাদের বেতন-ভাতা দেয়া সম্ভব হচ্ছে না।
ট্রাম্পের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাটরা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, “দুর্ভাগ্যজনক হলো প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রস্তাবগুলো এর আগে প্রত্যাখ্যান করা হয়েছে, এখন সেগুলোই তিনি নতুন করে তুলে ধরেছেন।”
ন্যান্সি আরো বলেন, এই প্রস্তাব অগ্রহণযোগ্য। এটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে তারা মনে করেন




Discussion about this post