নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী ১১ মার্চ সোমবার অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। এতে করে ডাকসু নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া সম্ভব হবে।
শনিবার সকালে ডিএমপি কশিনার এসব কথা বলেন।
এদিকে নির্বাচন উপলক্ষে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশ ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ক্যাম্পাসের প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
Discussion about this post