বিডি ল নিউজঃ রাজধানীতে সমাবেশের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ছিল এতদিন। কিন্তু আজ সেই নিষেধাজ্ঞা তুলে নইলে ডিএমপি। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ১১ শর্তে আওয়ামী লীগকে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া, ঢাকায় সভা-সমাবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। এরআগে, রবিবার রাত ১০টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, ‘আমরা অনুমতির অপেক্ষায় রয়েছি। এখনো অনুমতি পাইনি।’ গত ৫ জানুয়ারি ঢাকায় পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। এর পরিপ্রেক্ষিতে ৪ জানুয়ারি বিকেল থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ডিএমপি।
Discussion about this post