বিডি ল নিউজঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে তবে বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯১ কোটি ৯০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, সে হিসেবে মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে ৬৩ কোটি ১ লাখ ৩৯ হাজার টাকা।
দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির। লেনদেন হয়েছে ৫১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সোমবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, সে হিসেবে সোমবার সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৫৭ লাখ টাকা।
Discussion about this post