প্রায় ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলীর (সাময়িক বরখাস্ত) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে দুদক সূত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলী ২০১০ সালের ১০ জানুয়ারি কানুনগো পদে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি ২০১০-১১ করবর্ষে টিআইএন খোলেন। রাজস্ব বোর্ডে জমাকৃত আয়কর নথি অনুযায়ী তার ৩৬ লাখ ৩৭ হাজার ২৬৩ টাকার সম্পদ থাকার কথা।
কিন্তু চলতি বছরে দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি মোট ৫৯ লাখ ৬ হাজার ৪১৮ টাকার সম্পদ দেখান। অর্থাৎ মোহাম্মদ আলীর আয়কর নথি ও সম্পদ বিবরণী যাচাই-বাছাই শেষে ২২ লাখ ৬৯ হাজার ১৫৫ টাকা অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক।




Discussion about this post