এছাড়া তৃতীয় বা চূড়ান্ত বর্ষে ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ লাখ ৩৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
এদিকে সার্টিফিকেট কোর্সে দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষায় গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ।
সারাদেশের ৬৮১ কেন্দ্রে ১ হাজার ৬৮১টি কলেজে সর্বমোট ৫ লাখ ৩২ হাজার ০৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৮ এপ্রিল থেকে ২০ জুন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীর রোল ও কলেজ অনুযায়ী ফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএসএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
Discussion about this post