মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক এসএম ওয়াহিদুজ্জামানের দেওয়া সব বদলির আদেশ বাতিল করেছেন সংস্থাটির নব নিযুক্ত মহাপরিচালক অধ্যাপক মো. মাহবুবুর রহমান মাউশির সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ৪ জানুয়ারিতে বদলিকৃত ১৫ জন শিক্ষকের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ইতোমধ্যে কেউ বদলিকৃত স্থানে যোগদান করে থাকলে তারা পূর্ববর্তী কর্মস্থলে পুর্নবহাল থাকবেন।
এ বিষয়ে নতুন ডিজি মাহাবুবুর রহমান জানান, ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সব বদলির আদেশ বাতিল করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পূর্বের কর্মস্থলে বহাল থাকার আদেশ দেওয়া হয়েছে। এসব নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় বদলির আদেশ বাতিল করা হয়েছে। মাউশির ওয়েবসাইটে সব আদেশ দেওয়া হবে বলে জানান তিনি। এরআগে, শিক্ষা মন্ত্রণালয় রোববার (০৭ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহাবুবুর রহমানকে মাউশির দায়িত্ব দেন।
Discussion about this post