বিডি ল নিউজঃ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ১০ মার্চের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী ১০ মার্চের পর ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসিতে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। সকাল এগারোটায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ বৈঠক হয়। গতকাল সোমবার বিকাল ৫টায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ফ্যাক্স যোগে সীমানা জটিলতা নিরসনের গেজেটের সঙ্গে একটি চিঠিও আসে। চিঠি আসার পরই তাদের এই তৎপরতা শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ সকালের বৈঠকে ডিসিসি নির্বাচন আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তফসিল ঘোষণাসহ সব কিছুই আলোচনায় স্থান পেয়েছে। প্রসঙ্গত, সীমানা জটিলতার কারণে দীর্ঘদিন আটকে ছিল ডিসিসি নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে ফাইল উপস্থাপন করেন সোমবার। প্রধানমন্ত্রী এ ফাইলে স্বাক্ষর করেন।




Discussion about this post