অভিবাসন প্রত্যাশীদের ঢেউ ঠেকাতে জার্মানির সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ স্থগিত করেছে ডেনমার্ক।
বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির একটি সীমান্তে প্রায় শতাধিক অভিবাসীকে থামিয়ে দেওয়ার পর এ সিদ্ধান্ত নেয় ডেনমার্ক।
এদিকে, পায়ে হেঁটে আসা প্রায় ৩০০ আশ্রয়প্রার্থীর কারণে জার্মানি-ডেনমার্কের মধ্যে সংযুক্ত একটি সড়কপথও বন্ধ করে দিয়েছে ডেনিশ পুলিশ।
সীমান্ত শহরে প্যাডবোর্গে থামিয়ে দেওয়া এসব লোকের গন্তব্য সুইডেন বলে জানিয়েছেন তারা।
ডেনিশ পুলিশ জানিয়েছে, দুইটি ট্রেনে করে আসা প্রায় ২০০ অভিবাসীর অনেকেই ট্রেন ত্যাগ করতে রাজি নয়। কারণ কারা ডেনমার্কে নিবন্ধিত হতে আগ্রহী নয়।
Discussion about this post