নিজস্ব প্রতিবেদক: ড. কামালের এই সফর সফল করতে জেলা বিএনপিকে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনসার খান। রবিবার সন্ধ্যায় এ নিয়ে জেলা বিএনপির নেতারা বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বিশ্বনাথ প্রতিনিধি জানান, গণফোরাম প্রার্থী মোকাব্বির খান জানান. ড. কামাল হোসেন সিলেট-২ আসনের বিশ্বনাথে জনসভায় বক্তব্য রাখবেন। ড. কামাল হোসেনের সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও থাকবেন।
কিন্তু ওই সভায় স্থগিত হওয়া বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি মোকাব্বির খান। তবে কেন্দ্রীয় বিএনপির নেতারাও থাকতে পারেন বলে তিনি জানান।
এ ব্যাপারে লুনার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ঐক্যফ্রন্টের ওই শীর্ষ নেতা সিলেট-২ আসনে আসছেন বলে তিনি কোনো কিছু জানেন না।




Discussion about this post