নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, মারাত্মক হয়ে উঠা গ্যাং কালচারে যুক্তদের নিশ্চিহ্ন করা হবে। ঢাকায় গ্যাং কালচার বলতে কিছু থাকবে না।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোসেনী দালানের ইমামবাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। এর কিশোর হোক বা বড় গ্যাংক হোক। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। তাজিয়া মিছিলে প্রতিবছর কিশোর গ্যাংয়ের কারণে যে বিশৃঙ্খলা হয় তা দমন করা হবে বলেও জানান তিনি।
গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে তিনি বলেন, ঢাকায় সব ধরনের গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ সতর্ক। অন্য কাউকেও কোথাও নাশকতা করতে দেয়া হবে না।
সংবাদ সম্মেলনের আগে ডিএমপি কমিশনার ইমামবাড়া পরিদর্শন করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১১০ জন সদস্যকে আটক করা হয়। এ ছাড়াও এলাকার স্থানীয় সহিংসতা বন্ধে ইতোমধ্যে র্যাব-পুলিশ মোহাম্মদপুর-মিরপুরে অভিযান চালিয়ে মোট ৩ শতাধিক সদস্যকে আটক করেছে।
Discussion about this post