
বিডি ল নিউজঃ সোমবার সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা রাজধানীর মগবাজার গার্লস স্কুলের সামনের সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে।
কর্মসূচি থেকে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা। খবর পেয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির সাংবাদিকদের জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও কয়েকজন শিক্ষককের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে।





Discussion about this post