মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি, বিডি ল নিউজঃ
ঢাকার কাটাবনে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী রিমা আক্তারের প্রাণ। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার মহেষমারী গ্রামে। রিমার মৃত্যুর খবরে পাড়া-প্রতিবেশীসহ আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ-বাতাস ভারি উঠেছে। আর পরিবারের একমাত্র সন্তান হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সবাই। কালকিনির সাহেবরামপুরে নানার বাড়িতে লাশ শুক্রবার দুপুর ১ টায় আনা হলে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। বাদ জোহর জানাজা শেষে রিমাকে নানা বাড়ির কবরস্থানে দাফন করা হয়।
নিহত রিমা আক্তারের বন্ধু ইমনের বড় ভাই জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ি থেকে বন্ধু ইমনের জন্মদিনের দাওয়াতে অংশগ্রহন করে বন্ধু ইমনের মোটরসাইকেল যোগে কারওয়ান বাজার নিজ বাসায় ফিরছিল সে। কাঁটাবন মোড়ে এলে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ইমন ও রিমা দু’জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক রিমাকে মৃত ঘোষণা করেন। আহত ইমন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।
রিমার ছোট খালা ইয়াসমিন বেগম জানান, রিমার বয়স যখন ৩ মাস তখন বাবা-মায়ের বিরোধের কারণে রিমা ও তার মাকে ছেড়ে বাবা হাবিব সরদার চলে যান, আজও তিনি ফিরে আসেনি। এরপর ছোটবেলায় নানা বাড়ি থেকে এসএসসি পাস করে মায়ের সাথে ঢাকায় চলে যায় রিমা। মা মনি বেগম কারওয়ান বাজারে একটি গার্মেন্টেসে চাকুরী করে রিমার পড়ালেখার খরচ জোগাতেন। মায়ের স্বপ্ন ছিলো একমাত্র সন্তান রিমা পড়ালেখা শেষ শেষে চাকুরী করে মায়ের দুঃখ দুর করবে। কিন্তু সেই স্বপ্ন শুধুই রয়ে গেলে।
রিমার নানা নেছার উদ্দিন শিকদার জানান, ‘রিমা তার মায়ের একমাত্র সন্তান। তাকে বুকে নিয়ে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করবে তার মা। কিন্তু রিমা এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে তা কখনই ভাবতে পারছি না।’
Discussion about this post