নিজস্ব প্রতিবেদকঃ-
মঙ্গলবার, সকাল আনুমানিক ১০টা ৩০ ঘটিকায় ঢাকা আইনজীবী সমিতির সদস্য জনাব এডভোকেট খন্দকার আমিনুর রহমানকে ফরিদপুর সদর কোতয়ালী তে তার পৈত্রিক সম্পত্তিতে বিল্ডিং বানানোর কাজ করবার সময়ে সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব রাজ্জাক মিয়ার ভাতিজা মামুন মৌলভী (৫০), পিতাঃ জলিল মৌলভি ও অজ্ঞাত ৪/৫ জন আসামী চাঁদা না দেয়ায় শারীরিক ভাবে লাঞ্চিত করে।
বিষয়টি মোবাইল ফোন যোগে পরবর্তীতে এডভোকেট রিজভী হাসান পরশ (ন্যাশনাল ইমারজেন্সী কল সেন্টার) ৯৯৯ এ কল করে তৎক্ষনাৎ পুলিশ কে অবহিত করিলে পুলিশ আহত এডভোকেট খন্দকার আমিনুর রহমানকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার নিমিত্ত মেডিক্যালে প্রেরন করেন।
ইতিমধ্যে আসামীর বিরুদ্ধে দন্ডবিধির অধীনে নিয়মিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সংখ্যক আইনজীবীগন ঘটনা টির তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তি দাবী করেছেন। ভুকভোগী আইনজীবী কে ফোন দিলে জানানো হয় তিনি ফরিদপুরের কোতয়ালী থানায় এজাহার দায়ের করেছেন এবং ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারন সম্পাদক মহোদয় কেও অবহিত করেছেন উক্ত ঘটনার বিষয় টি।
Discussion about this post