নিজস্ব প্রতিবেদক
ঢাকার আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে গত ২৫/২/২২ তারিখে বিকেল চারটায় ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের ৫৭-তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এডভোকেট জনাব মোঃ মুস্তাফিজুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সভাপতি এডভোকেট জনাব একেএম আজিজুর রহমান।
এছাড়া বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দগণ, সদস্যবৃন্দগণ এবং অন্যান্য সাধারণ কর আইনজীবীগণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর সম্মানিত সদস্য-সচিব এডভোকেট জনাব মোঃ খোরশেদ আলম, ঢাকা ট্যাক্সসেস বার এসোসিয়েশন এর কার্যনিবার্হী পরিষদের নির্বাচন ২০২২-২০২৩ এর কমিশনার এডভোকেট জনাব সৈয়দ ইকবাল মোস্তফা।
সভা শেষ লগ্নে নির্বাচন কমিশনার এডভোকেট জনাব ইকবাল মোস্তফা ২০২২-২০২৩ সালের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্য সমূহের নাম ঘোষণা করেন যা নিম্নরূপঃ

সভাপতিঃ এডভোকেট জনাব আবু আমজাদ, সাধারণ সম্পাদকঃ এডভোকেট জাকারিয়া খান,সহ-সভাপতিঃ জনাব মোঃ আব্দুল হক চৌধুরী, জনাব মোঃ রুহুল আমিন,কোষাধ্যক্ষঃ জনাব মোঃ ফায়েজুল্লাহ,সহ-সাধারণ সম্পাদকঃ জনাব কাজী আশরাফুল আলম,লাইব্রেরী সম্পাদকঃ জনাব মোহাম্মদ কাইয়ুম সরকার,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ জনাব মোঃ আজিজুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদকঃ সুজন চক্রবর্তী
কার্যনির্বাহী সদস্যঃ জনাব এডভোকেট বিকাশ চন্দ্র সরকার, জনাব গোলাম হাক্কানী, জনাব এডভোকেট ইমরুল কায়েস, জনাব মোঃ জহিরুল ইসলাম, জনাব মোঃ মামুন হোসেন খন্দকার, জনাব মোঃ মোখলেছুর রহমান, জনাব মোঃ মনিরুল ইসলাম,জনাব মোঃ নেকবর হোসেন হাওলাদার,জনাব মোঃ নুরুল ইসলাম,জনাব মোঃ ওহিদুল ইসলাম,জনাব মোঃ রাকিবুল ইসলাম,জনাব রিপন কুমার বিশ্বাস, এডভোকেট সাজেদা বেগম, জনাব এডভোকেট মোঃ মুস্তাফিজুর রহমান (পদাধিকার বলে)
নির্বাচন কমিশনারের ঘোষণার পরবর্তীতে ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনে ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ভাবে ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেন।
এডভোকেট ইমরুল কায়েস খান বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এর সাথে জড়িত। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সদস্য, দক্ষিণবঙ্গ আয়কর আইনজীবী সমিতির আইন বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি।
Discussion about this post