বিডি ল নিউজঃ
লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়া হয়েছে। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গ থেকে মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে অভিজিৎ রায়ের মরদেহ স্স্টার্ন হাউজিংয়ের নিজ বাসায় নিয়ে যাওয়া হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে বটতলায় অভিজিৎ ও তার স্ত্রীর ওপর হামলা হয়। অমর একুশে গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার পথে তারা এ হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।
Discussion about this post