ঢাবি প্রতিনিধি: ‘কোটা সংস্কার’ প্রজ্ঞাপন জারি না করে ৪০তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রতিবাদে ও ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাইন্স লাইব্রেরি থেকেএই বিক্ষোভ মিছিল বের হয়।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ৩ দফা দাবি হল, ৫ দফার আলোকে যৌক্তিক কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে হামলাকারীদের উপযুক্ত বিচারের দাবি।
আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে পাবলিক লাইব্রেরিতে কিছুক্ষণের জন্য অবস্থান নেয়। এরপর সেখান থেকে মিছিল নিয়ে আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান গ্রহণ করে।
Discussion about this post