বিডি ল নিউজঃ অবশেষে গাজীপুরে প্রথম তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর মামলা হয়েছে বিতর্কিত সাংবাদিক ‘সাপ্তাহিক বাংলাভূমি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহারসহ পত্রিকার সংশ্লিষ্ট আরো ৭ জনের বিরুদ্ধে। গত বছর সংশোধন করে তথ্যপ্রযুক্তি আইন ২০০৬ কে অনেক বেশী কঠোর করা হয়েছে। অনেকটা স্পেশাল ল’য়ের মতই এর ইপেক্ত। গত বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করেন ওয়েব পোর্টাল ডিয়ারজুলীয়াস.কম এর স্বত্বাধিকারী ও প্রধান সম্পাদক; তথ্যপ্রযুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, গাজীপুর নাগরিক কমিটির সভাপতি এবং জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য জুলীয়াস চৌধুরী। জয়দেবপুর থানায় দায়েরকৃত মামলাটির রেকর্ড নং ৮। মামলার আসামিরা হলেন, সাপ্তাহিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, প্রধান সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম লিটন, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপদেষ্টা মোঃ আব্দুস সাত্তার খান, বার্তা সম্পাদক, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার এবং সংশ্লিষ্ট ওয়েবমাস্টার।
মামলার বিবরণে জানা যায়, কাপাসিয়া নিবাসী বিতর্কিত সাংবাদিক নজরুল ইসলাম আজহার ও তার অপর ৭ সহযোগি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার করে তার পত্রিকা ও ফেসবুকের মাধ্যমে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পরিবেশন করে আসছিল মামলার বাদী জুলীয়াস চৌধুরীর বিরুদ্ধে। যাতে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপক ব্যাহত হয় এবং মানহানি ঘটে।
উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পরিবেশন করলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর সংশোধিত আইন ২০১৩ অনুযায়ী আইনতঃ অজামিনযোগ্য দণ্ডনীয় অপরাধ (৫৭ ধারা)। যার সর্বনিম্ন ৭ বছর থেকে সর্বোচ্চ শাস্তি ১৪ বছর কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা জরিমানা। অনেক কঠোর এই ধারার অধীনে নেই জামিনের ব্যবস্থা।
Discussion about this post