যুক্তরাষ্ট্রের রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তের প্রয়োজনে সিআইডি কর্মকর্তারা ফিলিপাইন ও নিউইয়র্কে যেতে পারেন। তদন্তের কাজ এগিয়ে যাচ্ছে।
শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ কে এম শহীদুল হক বলেন, ‘নিউইয়র্ক, ফিলিপাইন, চায়না ও শ্রীলংকায় ইন্টারপোলের মাধ্যমে আমরা কিছু তথ্য দিয়েছি। এতে বিদেশি অপরাধীদের ব্যাপারে পদক্ষেপ নিতে তাদের সুবিধা হবে। নিউইয়র্ক থেকেও বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
‘এ ঘটনায় প্রয়োজনে বিদেশি গোয়েন্দা সংস্থারও সহায়তা নেওয়া হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অ্যান্টি-মানি লন্ডারিং সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনে তাদেরও সহযোগিতা নেওয়া হবে।’
তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বলেন, জোহার পরিবার পুলিশের কাছে সহযোগিতা চাইলে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রক্ষিত প্রায় ৮০০ কোটি টাকা চুরির ঘটনা ঘটে।
যার বেশির ভাগ গেছে ফিলিপাইন ও শ্রীলংকায়। এরমধ্যে কিছু টাকা উদ্ধারও করা হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।




Discussion about this post