বিডিলনিউজঃ আজ রবিবার সাভারের আশুলিয়ার আলোচিত তাজরীন ফ্যাশন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাজরীন ফ্যাশন-এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত সংস্থা সিআইডির ইন্সপেক্টর মোহসীন উজ জামান খান।
অভিযোগপত্র গ্রহণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ।
গত বছরের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার তাজরীন ফ্যাশন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক পুড়ে মারা যায়।
Discussion about this post