আন্তর্জাতিক ডেস্ক: যথাযথ চিকিৎসার অভাবে ১১ নবজাতকের মৃত্যুর ঘটনায় পদত্যাগে বাধ্য হলেন তিউনিশিয়ার স্বাস্থ্যমন্ত্রী অ্যাবডেরাউফ সেরিফ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭-৮ মার্চের মধ্যে রাজধানী তিউনিশের একটি হাসপাতালে ইনফেকশন বা সেপটিক শকে ওই ১১ নবজাতক মারা যায়। এই ঘটনার পরই রাষ্ট্রের পরিচালিত হাসপাতাল, ফার্মেসী এবং স্বাস্থ্যবিধি চর্চার বিষয়গুলো ভালোভাবে তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ। এরপরপরই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন। মাত্র চার মাস আগে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন সেরিফ।
স্বাস্থ্য সেবা ও চিকিৎসার দিক থেকে উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে তিউনিশিয়ায় ব্যাপক সুনাম রয়েছে। শুধু তাই নয়, এই চিকিৎসা সেবা দিয়েই মোটা অংকের রাজস্ব আদায় করে দেশটি। কিন্তু ২০১১ সালে এল আবিদিন বেন আলী প্রেসিডেন্টের ক্ষমতায় বসার পর থেকে আর্থিক সংকট, অব্যবস্থাপনা আর প্রয়োজনীয় ওষুধ সংকটের কারণে তাদের সেই খ্যাতি ম্লান হওয়ার পথে।
Discussion about this post