ফেরত আসা কিশোররা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মলিন্দ্র বৈদ্যের ছেলে সঞ্জিত বৈদ্য (১৭),রবি বৈদ্যের ছেলে রতন বৈদ্য (১৬) ও মাদারীপুরের রাজৈর উপজেলার সুনিল গোলদারের ছেলে সুজন গোলদার (১৬)।
ফেরত আসা কিশোর সঞ্জিত বৈদ্য বাংলানিউজকে বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার সজল নামে এক দালালের মাধ্যমে তারা জন প্রতি ৪ হাজার টাকা দিয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে বৃহস্পতিবার সকালে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে পরবর্তীতে সন্ধ্যায় আবার সীমান্ত পথে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।
পুটখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন তিন কিশোর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দিয়ে রাত ৯ টায় দিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।




Discussion about this post