তিন মেয়েসহ মাকে হত্যার ঘটনার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি। শনিবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে মা সহ আরো তিন মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
উল্লেখ্য, ৬ অক্টোবর দিবাগত রাতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫), তার তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাক প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মলি আক্তারকে (৭)।
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তাদের হত্যা করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়। ৭ অক্টোবর ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান করে মোট ১০ জনকে আসামি করে মির্জাপুর থানায় মজিবর রহমানের শ্যালক মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেন।
৪ নভেম্বর জাহাঙ্গীরের মামা আবুল কালাম আজাদকে পুলিশ গ্রেফতার করে। তাকে নিয়ে ওই মামলায় এজারহারভুক্ত চার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয় বলে ওই সময় জানান মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত।




Discussion about this post