তিস্তার পানির বিনিময়ে এক ক্রিকেটারকে নেওয়ার ভারতের প্রস্তাবের কথাটি নিছক রসিকতা ছিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্প্রতি বিবিসি সংলাপে পানি বণ্টন নিয়ে কথা বলার এক পর্যায়ে তথ্যমন্ত্রীর এ সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেইসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে ইনুকে বলতে শোনা যায়, “বাংলাদেশের ক্রিকেটাররা দুই দিন আগে ভারতকে গো-হারা হারিয়েছে। এতে খুব অসন্তুষ্ট হয়েছে ভারত। “মোদী সাহেব বলেছেন যে, আমরা তিস্তার পানি দিয়ে দিব, আপনারা আপনাদের বোলারকে দিয়ে দেন। শেখ হাসিনা বলেছেন, বোলারকে দেওয়া যাবে না, তিস্তার পানির জন্য আমরা দেখব।” অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে তথ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওনক জাহান এবং সাবেক রাষ্ট্রদূত হূমায়ুন কবির।




Discussion about this post