তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কোবানে শহরে এক গাড়িবোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কোবানে শহরে কুর্দি জনগণ প্রতিরক্ষা ইউনিট (ওয়াইপিজি)।
ওয়াইপিজি জানিয়েছে, বিস্ফোরণের পর শহরের তিন দিক থেকে হামলা চালিয়েছে আইএস জঙ্গিরা। লড়াই এখনও চলছে।
Discussion about this post