দীর্ঘ ৯০ বছর পর তুরস্কে একটি গির্জা নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। স্থানীয় ‘দ্য ডেইলি সাবাহ’ ওয়েবসাইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। দেশটিতে গত ৯০ বছরের মধ্যে এবারই প্রথম খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় প্রতিষ্ঠার অনুমতি দেয়া হল।

১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হওয়ার পর সে দেশে কোনো নতুন গির্জা নির্মাণের অনুমতি দেয়া হয়নি। তবে আগে থেকে যেসব গির্জা সেখানে আছে, সেগুলোর সংস্কারে কোন বাধা নেই।
সিরিয়াক খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য রাজধানী ইস্তান্বুলের উপকন্ঠে ইয়েসিলকয় এলাকায় গির্জাটি তৈরি হবে। এই নতুন গির্জা নির্মাণে প্রায় পনের লাখ ডলার খরচ ধরা হয়েছে। এর পুরোটাই দিচ্ছে সিরিয়াক খ্রিষ্টান সম্প্রদায়। তুরস্কে এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা মাত্র ২৫ হাজার। এদের বেশিরভাগই থাকে ইস্তান্বুলে।
তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন তুরস্কের অনেকে সাধারণ মানুষ। বিরোধী দলীয় এমপি ওকটে ভুরাল এর পেছনে ক্ষমতাসীন একেপি পার্টির রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে সন্দেহ করছেন। টুইটারে আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘ইউরোপের খ্রিস্টানরা যখন মুসলমানদের মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, তখন আমরা কেন এখানে গির্জা তৈরি করতে দেব?’




Discussion about this post