নিজস্ব প্রতিবেদক: অস্ত্র-মাদক মামলায় ইয়াংমেন্স ক্লাবের মালিক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়ার তৃতীয় দফায় আরো ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী গুলশান থানার মানি লন্ডারিং মামলায় ৪ দিন ও মতিঝিল থানার মাদকের মামলায় বিচারক কনক বড়ুয়া ৩ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
এর আগে, তদন্ত কর্মকর্তা খালেদ মাহমুদ ভূঁইয়াকে মানি লন্ডারিং মামলার জন্য ১০ দিনের রিমান্ডের আবেদনসহ খালেদকে আদালতে হাজির করেন। একইসাথে মতিঝিল থানার মাদক মামলার জন্য তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন দেয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন না দিয়ে দুই মামলায় মোট ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে ২৭ সেপ্টেম্বর ১০ দিন ও ১৯ সেপ্টেম্বর ৭ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করে র্যাব। আটকের পর তাকে র্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারের সময় খালেদের বাসা থেকে ৪০০ পিস ইয়াবা, লকার থেকে ১০০০, ৫০০ ও ৫০ টাকার বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয়। সেগুলো গণনার পর ১০ লাখ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। এছাড়া ডলারেরও বান্ডিল পাওয়া যায়। টাকায় তা ৫-৬ লাখ টাকা হবে বলে জানায় র্যাব। এসময় খালেদের কাছ থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে রাখা হয়েছিল।




Discussion about this post