মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে তৃতীয় বিয়ে করায় রনজিত আলী (৪৫) নামের এক ব্যক্তির লিঙ্গ কর্তন করেছেন তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আহত রনজিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।
এলাকাবাসী জানান, রনজিত আলীর প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কয়েক বছর আগে জরিনা খাতুনকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের কয়েক বছর পর আবারো রনজিত তৃতীয় বিয়ে করেন। শুক্রবার রাতে রনজিত তার দ্বিতীয় স্ত্রীর জরিনার কাছে গেলে ক্ষুব্ধ হয়ে ব্লেড দিয়ে কৌশলে তার লিঙ্গ কেটে ফেলেন। এ সময় চিৎকার দিলে প্রতিবেশিরা রনজিতকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্বামীর লিঙ্গ কর্তনের খবর শুনে রাতেই দ্বিতীয় স্ত্রী জরিনাকে আটক করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, স্বামীর লিঙ্গ কর্তনকারী জরিনাকে আটক করা হয়েছে।
Discussion about this post