বান্দরবান: বান্দরবানের থানছি-মায়ানমার সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যৌথ অভিযান শুরু করেছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সেনাবাহিনী ও বিজিবি যৌথ কম্বিং অপারেশন শুরু করে উপজেলার রেমাক্রি ইউনিয়নের বড়মোদক এলাকায়।
এসময় বিজিবির সবগুলো বিওপি ক্যাম্প সর্বোচ্চ সর্তকাবস্থায় রাখা হয়েছে।
থানচি বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে।
সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদের হেলিকপ্টারের মাধ্যমে থানচির সীমান্ত এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হয় এবং সীমান্তের অরক্ষিত এলাকাগুলোতে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার টহল দিচ্ছে।
এর আগে রেমাক্রি ইউনিয়নের বড়মোদক এলাকায় আরাকান লিবারেশন পার্টির (এএলপি) হামলা এবং গুলিতে আহত বিজিবি নায়েক জাকির হোসেনকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিজিবি সদস্যরা থানচির বড়মোদক এলাকা হতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ১৩টি ঘোড়া আটকের ঘটনার জের ধরে বুধবার সকালে বিজিবির ক্যাম্প লক্ষ্য করে আরাকান লিবারেশন পার্টির সদস্যরা হামলা চালায়। এসময় বিজিবির নায়েক জাকির হোসেন গুলিবিদ্ধ হন। পরে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা তাদের উপর পাল্টা গুলি চালায়।



Discussion about this post