বিডি ল নিউজঃ বলিউড অভিনেতা আমির খান সব সময়ই তাঁর ছবির সমস্ত খুঁটিনাটি নিয়ে একটু বেশিই সিরিয়াস। কখনও ছবিতে অভিনয়ের জন্য চকোলেট হিরোর ইমেজ ছেড়ে তিনি তৈরি করেছেন সিক্স প্যাক অ্যাব, আবার কখনও শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ৪৪বছর বয়সি আমির খুব সহজেই এক কলেজ ছাত্রর ভূমিকায় অভিনয় করেছেন ‘থ্রি ইডিয়টস’এ। এবার নতুন একটি ছবির জন্যেই ওজন বাড়িয়ে মোটা হলেন মিস্টার পারফেক্ট। আপাতত ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের জন্য আমিরের ওজন ৯০ কেজি। আর ঠিক দুদিন বাদেই পঞ্চাশে পা দেবেন আমির, এবং এখন তিনি ব্যস্ত নীতেশ তিওয়াড়ির এই ছবির জন্য নিজেকে ভাঙা-গড়ার খেলায়। আগামী মাসেই শ্যুটিং শুরু হবে এই ছবির। এই ছবির জন্য এখন আমির কুস্তি শিখছেন এবং একই সঙ্গে হরিয়ানা এলাকার এক স্থানীয় ভাষা হরিয়ানভিও শিখেছেন অভিনেতা।
৯০ কেজির আমির জানাচ্ছেন, তিনি এখন সম্পূর্ণ নিরামিষাশী। ডিমও খেতে পারছেন না। মিঃ পারফেক্ট জানাচ্ছেন, পিকে-র সময় তাঁর ওজন ছিল ৬৮ কেজি, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ কেজি। বলিউড অন্দরের খবর, ‘দঙ্গল’ ছবিটি মূলত, কুস্তিগীর মহাবীর ফোগাত এবং তাঁর তিন কন্যা গীতা, ববিতা এবং সঙ্গীতার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে। মহাবীর ও তাঁর দুই কন্যা গীতা ও ববিতা আমিরের শো ‘সত্যমেব জয়তে’-র একটি পর্বে এসেওছিলেন। এবার তাঁদের জীবনই পর্দায় দেখা যাবে আমির অভিনীত, নীতেশ পরিচালিত ছবি ‘দঙ্গলে’।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post