বিডি ল নিউজঃ চোরের পরিত্রাতা কিনা পুলিশ! এও কী হয়!
কিন্তু সত্যি সত্যি এরকমই একটি ঘটনা ঘটেছে স্লোভানিয়ায়।
পাঁচিল টপকে একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করতে গিয়ে বিপত্তি।দরজার ফাঁক গলে বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে আটকে গেল চোরের পা। অনেক টানা হ্যাঁচড়া করেও পা আর বের করতে না পেরে পুলিশেরই দ্বারস্থ হতে হল তাকে। নিরুপায় হয়ে পুলিশকে এসওএস করে বিষয়টি জানায় ওই ছিঁচকে চোর।
পুলিশই মুশকিল আসান হয়ে এসে উদ্ধার করে তাকে। বিপদ-তারণ পুলিশের কাছে আর মতলব গোপন করেনি সে। তাই তার আটক পা মুক্ত করার থেকে বেশি সহৃদয় হতে পারেনি পুলিশও। তাকে গ্রেফতার করে বিচারবিভাগের হাতে তুলে দিয়েছে পুলিশ।
সূত্রঃ এবিপি আনন্দ




Discussion about this post