দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে প্রধানমন্ত্রীর দপ্তরের ভুয়া পরিচালক হিসাবে নিজেকে পরিচয় প্রদান করার অভিযোগে ড. মোস্তাফা কামাল ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণা মামলা দায়ের করে কোতয়ালী থানার পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়নাল আবেদিন প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংবাদ কর্মীদেরকে তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) জয়নাল আবেদিন জানান, ড. মোস্তাফা কামাল ফারুক নিজেকে প্রধানমন্ত্রী দপ্তরের পরিচালক হিসাবে দাবি করেন। জেলা প্রশাসক মাহমুদুল আললের সন্দেহ হলে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে খোঁজখবর নেন। পরে জানতে পারেন ড. মোস্তাফা কামাল ফারুক নামে প্রধানমন্ত্রীর দপ্তরে কেউ নেই।
পুলিশের জিঙ্গাসাবাদে এই ভুয়া পরিচালক জানান, পরবর্তীতে সে জানায় ২০০৯ সালে সে সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। এর আগে দিনাজপুর গাউসুলাজম চক্ষু হাসপাতালে চোখের ল্যান্স বিনামুল্যে দেয়ার জন্য প্রধানমন্ত্রী দপ্তরের ভুয়া পরিচালক হিসাবে পরিচয় দেন।
Discussion about this post