বিডি ল নিউজঃ বৃহস্পতিবার রাত ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজে কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই জন আহত হয়েছেন।তবে আহত ছাত্রদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুরো কলেজের বাতি বন্ধ করে দেয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
এ ঘটনার মেডিকেল কলেজ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সহিংসতা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Discussion about this post