ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র দুই দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মার্জিয়া আক্তার সুমি, শরিফুল ইসলাম, নাহিদা ও আমিনুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারকৃতরা জেএমবি’র সদস্য। তারা স্বামী-স্ত্রী হিসেবে এই সংগঠনে কার্যক্রম চালায়। সম্প্রতি তারা বিদেশ যাওয়ার উদ্যোগ নিয়েছে। তারা নব্য জেএমবি’তে একত্রিত হয়ে আরো সদস্য সংগ্রহের চেষ্টা করছে।




Discussion about this post