নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিলয় ও সৌরভ নামে দুই ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২।
সোমবার রাজধানীর আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর এসপি সাইফুল মানিক গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিলয় ও সৌরভ ভুয়া মেজর সেজে চাকুরি দেয়ার নাম করে বিভিন্ন মানুষের কাজ থেকে আট লাখ টাকা আত্মসাৎ করে।
এএসপি সাইফুল মানিক বলেন, নিলয় ও সৌরভ ভুয়া মেজর সেজে চাকুরি দেয়ার নাম করে বিভিন্ন মানুষের কাজ থেকে আট লাখ টাকা আত্মসাৎ করেছে। নিলায় ও সৌরভসহ আটজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।




Discussion about this post