নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার প্রতিবাদে বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
‘বিচার চাই বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই’বলে তারা স্লোগান দিয়ে শিক্ষার্থীরা বিমানবন্দর সড়কের দুই দিকেই বন্ধ করে দিয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তা অরবোধ করতে যায়। অবরোধের কারণে এ ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানায়, তাদের সহপাঠিদের হত্যাকারী বাসচালক ও হেলপারের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
পুলিশ তাদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দিচ্ছে না অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে আসছি। কিন্তু পুলিশ আমাদের জোর করে সরিয়ে দিচ্ছে। হুমকি দিচ্ছে।
শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে আদমজী স্কুল, কুর্মিটোলা শাহীন, বিএফ শাহীন, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বেশ কিছু শিক্ষার্থী।
উল্লেখ্য, গতকাল রবিবার দুপুরে জাবালে নূর পরিবহনের একটি বাস বনানী-এয়ারপোর্ট রোড দিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হোটেল রেডিসনের উল্টোদিকে শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় শিক্ষার্থীরা জাবালে নূর বাসে উঠার চেষ্টা করে। বাসটি না থামিয়ে শিক্ষার্থীদের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের ছাত্রী দিয়া আখতার মিম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল করিম নিহত হন। আহত হন আরও অন্তত ৫ জন।
Discussion about this post