ডেস্ক রিপোর্ট
দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার (২৪ মার্চ) এই আবেদন করা হয়।
হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে আগামী ২৮ মার্চ আবেদনের বিষয়ে শুনানি হবে। শুনানির নির্ধারিত দিনে সম্পূরক আবেদন জমা দেয়ার কথা বললে আদালত শুনানি পেছেন।
এদিন আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুলুর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এ মামলায় বিচারিক আদালতে ৩৩ সাক্ষী হয়ে গেছে। এ অবস্থায় ৩৪৪ এ ওনারা একটি আবেদন করেছেন। যেটি বিচারিক আদালতে খারিজ হয়েছে।
ওই আবেদন খারিজের পরে এখন হাইকোর্টে আবেদন করেছেন। আমরা শুনানির জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আবেদনকারীর পক্ষে সম্পূরক আবেদন জমা দেয়ার কথা বলা হয়। এরপর আদালত আগামী ২৮ মার্চ শুনানির দিন রাখেন।
২০০৭ সালে জ্ঞাত আয় বহির্ভূত ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে আদাবর থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু।
হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিল করে দুদক।২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১-এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়।
Discussion about this post