বিডি ল নিউজঃ নিজেদের প্রেমের কথা ঢাকঢোল পিটিয়ে জানানোর ইচ্ছা নেই তাদের। অন্যদিকে ফিল্মি ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হবে বলে নিজেদের আড়ালেও রাখছেন না। হরহামেশাই সোশ্যাল নেটওয়াকিং সাইটে ছবি পোস্ট করছেন দৃঢ়তার মনোভাব নিয়েই। তবে এবার সেলুলয়েডে নয়, এবার ক্ষণিকের জন্য বলিউড এই নতুন লাভ বার্ডস আলিয়া-সিদ্ধার্থ বাস্তব জীবনের দুষ্টু মিষ্টি প্রেমের প্রতিচ্ছবি ফুটে উঠবে কোকাকোলার বিজ্ঞাপন প্রচারনায়।
গত বিজ্ঞাপণে সিদ্ধার্থ ও আলিয়ার সঙ্গে ছিলেন আরেক সহশিল্পী ভারুন ধাওয়ান। এবার কোমল পানীয়র সঙ্গে প্রেমের আরেক মিশেলে থাকায় ভারুনকে বাদ দিয়েই এক বোতল থেকে কোকাকোলা খেলেন তারা।
আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার প্রেমকাহিনি ছিল গুজব, গুঞ্জন শেষে এবার সত্যের কাছাকাছি চলে গেছে। যদিও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিষেক হলেও পরে একসঙ্গে রূপালী পর্দায় দেখা যায়নি তাদের। তবুও শোনা যায় এ জুটি চুটিয়ে প্রেম করছেন। কিন্তু কেন সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষনা দিচ্ছেন না এই জুটি? ‘সময় হলেই নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষনা করবো’ কফি উইথ করণ অনুষ্ঠানে স্পষ্ট বলেন আলিয়া। কেটে গেছে সময় আলিয়া কিংবা সিদ্ধার্থ নয়, ঘোষনা দিলেন করণ। নতুন ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন তারা। অফস্ক্রিন প্রেমটা অনস্ক্রিনে কেমন লাগে, তা দেখার পালা এখন শুধু সময়ের অপেক্ষা।
সূত্র: মিড ডে, প্রিয়




Discussion about this post