বিডি ল নিউজঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সুবহানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে আনার পর তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে। এর আগে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার সকালে মামলাটির রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন।
তাছাড়া চলছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচি। তাই কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সারাদেশে ২৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে। বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বলেন, ‘বুধবার সকাল থেকে ৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে। এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রাখা হয়।’
তিনি বলেন, ‘ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১২২ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।’ এ ছাড়া আরও ৬৭ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।



Discussion about this post