ডেস্ক রিপোর্ট
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৭টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সোমবার (২৯ মার্চ) এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।আগামী ৩১ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন। এর মধ্যে ১৫টি দ্বৈত বেঞ্চ এবং ২টি একক বেঞ্চ রয়েছে।
পুনর্গঠিত বেঞ্চগুলোর মধ্যে ১৫টি বেঞ্চে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে। আর বাকি দুটিতে শারীরিক উপস্থিতিতে মামলা পরিচালিত হবে।
Discussion about this post