দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে চট্টগ্রাম বিভাগ, সিলেট এবং উপকুলীয় জেলা পটুয়াখালী অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আগামী তিন থেকে চারদিন পর রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও এলাকায় বৃষ্টি শুরু হতে পারে।আজ রবিবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান বাসসকে জানান, বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তবে রাজধানী ঢাকায় আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি শুরু হলে ধীরে ধীরে গরম কমে যাবে। তিনি আরো জানান, জুন, জুলাই ও আগস্ট মাসে দেশে গরম থাকবে। তবে এ সময়ে সারাদেশে বৃষ্টি হবে। তখন গরম কমে আসবে। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে। বৃষ্টি হলেই ভ্যাপসা গরম কেটে যাবে।
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানায়, এ সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের কেন্দ্রস্থল পর্যন্ত অগ্রসর হতে পারে।”জুম বাংলা




Discussion about this post