ডেস্ক রিপোর্টঃ-
জামায়াতের মুখপাত্র দৈনিক সংগ্রামের প্রকাশক ও সম্পাদক আবুল আসাদকে এক বছরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা এক মামলায় কারাগারে ছিলেন তিনি। হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (২৩ সেপ্টেম্বর) এই আদেশ দেন।আবেদনের পক্ষে আদালতে আজ শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকর মাহবুব হোসেন ও মোহাম্মদ শিশির মনির।

শিশির মনির সাংবাদিকদের জানান, এর আগে গত ১৩ মে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে, ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহিতা আইনে করা মামলায় আবুল আসাদের জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন।তবে আদালত খোলার পর তাকে নিয়মিত বেঞ্চে জামিন আবেদন করতে বলা হয়েছিল।পরে নিয়মিত বেঞ্চে আমরা জামিন আবেদন করেছিলাম। ওই আবেদন শুনানি নিয়ে আজ এই আদেশ দেন আদালত।
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে শহীদ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় ২০১৯ সালের ১২ ডিসেম্বর প্রতিবেদন প্রকাশিত হয়।এই ঘটনায় ১৩ ডিসেম্বর রাতে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ সাত-আটজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল এই মামলা করেণ।এর পূর্বে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সম্পাদক আবুল আসাদকে দৈনিক সংগ্রামের কার্যালয় থেকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ।
Discussion about this post