
বাংলাদেশের পুলিশ বলছে, পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে আটজনকে চিহ্নিত করেছে তারা।
ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মি. হক বলেন, পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হলেও তাদের পরিচয় জানা যায়নি।
সেকারণে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ।
ওই ঘটনার পর এক মাস পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।



Discussion about this post