ধর্ষণ ঠেকাতে অবাধ যৌনতা এবং যৌনপেশাকে আইনী স্বীকৃতি দেয়ার দাবি তুলেছেন ভারতের বিভিন্ন প্রান্তের যৌন কর্মীরা। তাদের মতে, যৌনপেশার জন্য আইনি ছাড়পত্র দেওয়া হলে, ভারতের বিভিন্ন প্রান্তে ধর্ষণ অথবা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা রুখে দেওয়া সম্ভব হবে ।
ভারতের বিভিন্ন প্রান্তের যৌনকর্মীদের দাবি, যৌনপেশার আইনি স্বীকৃতি দেওয়া হোক এবং তার জন্য দ্য ইমমরাল ট্রাফিক (প্রিভেনশন) অ্যাক্ট অর্থাৎ, আইটিপিএ-র বিলোপ ঘটানো হোক। তাদের মতে, আইনি স্বীকৃতির অবাধ ওই যৌনতার সুযোগ মিলবে যৌনপেশার মাধ্যমে।

যৌনপেশাকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় আনার দাবি জানিয়ে আগামী দিনে দেশের বিভিন্ন রাজ্যের যৌনকর্মীদের নানা সংগঠনের তরফে আরও জোরদার আন্দোলনের পথে যাওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।
কেবল তাই নয়; শরীর ইস্যুতে যৌনকর্মীদের প্রশ্নে বিদ্ধ হতে হচ্ছে সিনেমার নায়িকাদের একাংশকেও। জাতীয় স্তরের ওই সংগঠনের নতুন যুগ্ম সচিব তথা বিহারের পূর্ণিয়ার যৌনকর্মীদের সংগঠন অম্রপালি কল্যাণ সমিতির সচিব রেখা রানি বলেন, ‘সেক্স ওয়ার্কারদের আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরকারের তরফে সেভাবে উদ্যোগ দেখা যাচ্ছে না। কিন্তু, সেক্স কি দেশ থেকে বন্ধ করে দেওয়া সম্ভব? যদি তা বন্ধ করে দেওয়া সম্ভব হয়, তো করে দেখাক সরকার৷ তা হলে এ দেশে ধর্ষণও রুখে দেওয়া সম্ভব হবে।’
সূত্র: কলকাতা24




Discussion about this post