৪৩ ওভার শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৯৯ রান। শিখর ধাওয়ান ১২৫ ও মুরালি বিজয় ৭৪ রানে ব্যাট করছেন।
মধ্যাহ্ন-বিরতির ২৫ মিনিট আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার খানিক থেকেই নেওয়া মধ্যাহ্ন-বিরতি নেওয়া হয়।
তাইজুল ইসলামের বলে শর্ট মিডউইকেট ক্যাচ দিয়েও বেঁচে যান সে সময় ৭৩ রানে ব্যাট করা শিখর ধাওয়ান। ঝাঁপিয়ে পড়লেও সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি শুভাগত হোম চৌধুরী।
প্রথম পানি বিরতির আগে শুভাগত হোম চৌধুরীর বলে চার হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান ধাওয়ান। ৪৭ বলে অর্ধশতকে পৌঁছানোর পথে ১০টি চার হাঁকান তিনি।
উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হলে হয়তো ফতুল্লা টেস্টে খেলাই হতো না ধাওয়ানের। বাজে পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে বাদ পড়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে নয়টায় টস জেতার পর কোহলি বলেন, ভালো ব্যাটিং উইকেটের পুরো সুবিধা নিতে চায় তারা।
টসে হারার পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানান, উইকেট আরো ধীর হবে সময় গড়ালে।
বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। মুশফিকের বদলে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন তরুণ এই ব্যাটসম্যান।
বাংলাদেশ দলে ফিরেছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। সাকিব আল হাসানসহ তাই চার জন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। দলে বিশেষজ্ঞ পেসার কেবল মোহাম্মদ শহীদ।
Discussion about this post