বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আহত সুব্রত কুমারকে উদ্ধার করে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিকাদার ও তার সহযোগীদের মারপিটের সময় সুব্রত কুমারকে উদ্ধারকারী জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবু জানান, ওই ঠিকাদার বিশ্ববিদ্যালয়ের মাটি কাটার কাজ করছেন। এ প্রকল্পে তিনি বুধবার দুপুরে সুব্রত কুমারের কাছে অতিরিক্ত বিল দাবি করেন। কিন্তু সুব্রত কুমার তাকে কোনো বাড়তি বিল দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে সন্ধ্যায় অধ্যাপক সুব্রত কুমার ময়মনসিংহ শহরে এলে ওই ঠিকাদার তার লোকজন নিয়ে হামলা চালান।




Discussion about this post