মোস্তাফিজুর রহমান , হাবিপ্রবি প্রতিনিধি, বিডি ল নিউজঃ

উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের অন্যতম অনুষদ ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে নতুনদের বরণ করে নেয় ভেটেরিনারি অনুষদ । ২২ শে ফেব্রুয়ারী রোববার বিকাল ৩ টায় এই নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয় । অডিটোরিয়াম ১ এর অনুষ্টানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক, সাবেক ডিন প্রফেসর আব্দুল হামিদ , সাবেক প্রক্টর ও প্যাথলজি বিভাগের প্রফেসর ডাঃ হারুন অর রশিদ, আরো উপস্থিত ছিলেন জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুল গাফফার মিয়া , এনাটমি ও হিসটোলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ নাজমুল হাসান পারভেজ , মাইক্রোবায়োলজি বিভাবের চেয়ারম্যান ডাঃখালেক সহ আরো অনান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রথমে ফুল দিয়ে বরণ করে নেয় নবাগত লেভেল ১ সেমিস্টার ১ এর ছাত্রছাত্রীদের কে । এবার ভেটেরিনারি অনুষদে ভর্তি হয়েছেন সোমালিয়া সহ আরো বেশ কিছু দেশের ছাত্ররা । অনুষ্টানে উপস্থাপনা করেন ,মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষিকা ডাঃ নাজমি আরা রুমি ।
অনুষ্টানে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বৃন্দ , ফিজিওলজি বিভাগের প্রফেসর ডাঃবজলার রশীদ বলেন ,””তোমরা যারা এখানে ভর্তি হয়েছো তারা অনেক ভাগ্যবান । এখান থেকে অনেক কিছু করা যায় , এতে রয়েছে সরকারি ও বেসরকারি অনেক জায়গায় ভাল জবের সুযোগ , তার পরেও নিজে অনেক বড় ফার্ম দিতে পারবে । সুতরাং হতাশ না হয়ে পড়াশুনার মাধ্যমে জীবন টা উপভোগ করার চেষ্টা কর ””
মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ খালেক নবীনদের স্বাগত জানিয়ে বলেন , “আমি দেখেছি ইউরোপ আমেরিকায় অনেক ভাল কিছু করছে বাংলাদেশীরা , আর ভেটেরিনারি হতে এসবের অনেক বেশী সুযোগ রয়েছে ।‘’
অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ঠ কলামিস্ট ও সার্জারিয়ান প্রফেসর ডাঃ ফজলুল হক বলেন “ এমন একটা মহৎ পেশায় আসার জন্য ডিভিএম পড়ার সিদ্ধান্ত নিয়েছো তা সত্যি প্রশংসার দাবীদার । দেশের আমিষের চাহিদা পুরুন হয়ে থাকে আমাদের মাধ্যমে । অর্থনৈতিক উন্নতিও হয় আমাদের এই সেক্টরে । তোমার এই পেশার মাধ্যমে মানুষ ও পশুপাখিকে সহায়তা করতে পারবে ।”
বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক জেমি সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক ডাঃ সাজেদুর রহমান ,ডাঃ আতিক হাসান , ডাঃ গোলাম আজম , ডাঃখালেসুর রহমান , শাহীন আলম ,উম্মে সালমা সহ অনান্য শিক্ষক- শিক্ষিকা মহাদয় ।




Discussion about this post