শতর্কতামূলক প্রতিবেদন:-
আপনারা রাতে যারা গাড়ী চালান এবং হঠাৎ যদি দেখেন আপনার সামনের কাঁচের উপর কেউ ডিম ছুড়ে মেরেছে, দয়া করে গাড়ী থামিয়ে দেখতে যাবেন না কিংবা ওয়াইপার দিয়ে পরিস্কার করতে যাবেন না।
ডিমের মিশ্রন পানি দিয়ে পরিস্কার করতে গেলে অনেকটা দুধের মত ঘোলাটে হয়ে কাচের উপর আটকে যায়, এতে সামনে কিছু দেখার সম্ভাবনা কমে যায়, শেষমেশ আপনি সামনে রাস্তার পাশে গাড়ী থামাতে বাধ্য হবেন।

ফলাফল, যারা ছিনতাই করতে ডিম ছুড়ে মেরেছিলো, তাদের দলের লোক সামনে ওঁত পেতে বসে থাকে। এ অবস্হায় গাড়ী থামালে আপনার জীবননাশের হুমকি রয়েছে। এই টেকনিক কিছু ক্রিমিনাল গ্যাং শুরু করেছে।
Discussion about this post