দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নতুন ভবন আগামী ১০ এপ্রিল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কারা অধিদফতরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরান ঢাকা কারা সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, ইতোমধ্যে ভবনের ৮৯ শতাংশ কাজ শেষ হয়েছে। সরকারি ছুটির দিনগুলোতে প্রিজন ভ্যানে কারাবন্দিদের স্থানান্তর করা হবে। পুরুষ বন্দিদের আবাসস্থলের নির্মাণ কাজ শেষ হলেও নারী বন্দিদের অসমাপ্ত রয়েছে। তাই আপাতত তাদের কাশিমপুর কারাগারে রাখা হবে।
তিনি আরও বলেন, নতুন কারাগারে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে। অভিযোগ ছিলো কারাগারের ভেতরে বন্দিরা মোবাইল ফোন ব্যবহার করে। নতুন কারাগারে জ্যামার থাকবে। ওই এলাকায় লোডসেডিং অনেক বেশি হয়। বিদ্যুৎ না থাকলে জ্যামার কাজ করে না, সে সময়ও কড়া নজরদারি করা হবে।
পাশাপাশি কারাগারের ভেতরে যেনো মাদক না যেতে পারে সে কারণে স্ক্যানার বাসানো হবে, যোগ করেন ইফতেখার উদ্দীন।




Discussion about this post